অনুমতি ও অনুমোদন

১। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত (কপি সংযুক্ত)
২। রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদে অধিভুক্ত (কপি সংযুক্ত)
৩। বিএমডিসি কর্তৃক রেজিষ্ট্রেশনভুক্ত (কপি সংযুক্ত)
৪। স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালি, ঢাকা হতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ণশীপ করার জন্য অনুমতি প্রাপ্ত। (কপি সংযুক্ত ম্যাটস্) (কপি সংযুক্ত আইএইচটি)
৫। বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল হতে অনুমতি প্রাপ্ত (কপি সংযুক্ত ক্রমিক নং- ৩২)
৬। নিবন্ধন সনদপত্র, রংপুর সিটি কর্পোরেশন (কপি সংযুক্ত)

এই প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যগুলি:

  1. বিভিন্ন সরকারি মেডিকেল কলেজের সুদক্ষ ও অভিজ্ঞ অধ্যাপক বৃন্দের সমন্বয়ে গঠিত উপদেষ্টা পরিষদ কতৃক পরিচালিত (বিস্তারিত)
  2. রংপুর মেডিকেল কলেজ তথা বিভিন্ন মেডিকেল কলেজের অভিজ্ঞ চিকিৎসক ও শিক্ষক মন্ডলী (বিস্তারিত) দ্বারা পরিচালিত এবং রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক প্রণীত সিলেবাস অনুযায়ী নিয়মিত পাঠদান।
  3. বাংলাদেশের রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক প্রদত্ত কোর্স কারিকুলাম অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালিত (বিস্তারিত)।
  4. পরীক্ষা এবং ছুটির তালিকা সহ পাঠ্যক্রম, একাডেমিক ক্যালেন্ডার এবং সিলেবাস অনুসরণ করা।
  5. রুটিন অনুযায়ী শিক্ষার্থীদের জন্য প্রস্তুতিমূলক ক্লাস ও ক্লাস পরীক্ষা গ্রহন করা।
  6. শিক্ষার মান উন্নয়নের জন্য নিয়মিত অভিভাবক সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি পর্যালোচনা করা এবং অভিভাবকদের প্রতিক্রিয়া মূল্যায়ন করা।
  7. ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ছাত্র/ছাত্রীদের ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা।
  8. ছাত্র-ছাত্রীদের এক একটি দল বা গ্রুপ তৈরি করে পাঠদান পদ্ধতি ।
  9. গাইড শিক্ষকদের তত্ত্বাবধানে প্রতিটি শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রম নিয়মিত মনিটরিং ব্যবস্থা।
  10. বিনা কারণে অনুপস্থিত শিক্ষার্থী, অভ্যন্তরীণ পরীক্ষার ফলাফল এবং হোম স্টাডি সম্পর্কিত তথ্য সরাসরি অভিভাবকের সাথে বা মোবাইল ফোনে যোগাযোগ সমন্নত রাখা।
  11. মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাসের বিশেষ সুবিধা।
  12. প্রতিষ্ঠানটিতে ১০০% ব্যবহারিক ক্লাস করার নিশ্চয়তা রয়েছে এবং বাস্তবমুখী শিক্ষা বাস্তবায়নে বিভাগ ভিত্তিক ল্যাব।
  13. বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক উৎসব উদ্‌যাপন, সামাজিক কার্যক্রম, বৈজ্ঞানিক সেমিনার, জনসচেতনতামূলক সেমিনারসহ বিভিন্ন শিক্ষণীয় কর্মকান্ডে অংশ করানো।
  14. বিনা খরচে ইংরেজি ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ ।
  15. বিতর্ক প্রতিযোগিতা, খেলাধূলা, শিক্ষা সফর, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।
  16. কোর্স শেষে BMDC  স্বীকৃত সার্টিফিকেট প্রদান (বিস্তারিত)।
  17. কোর্স শেষে রংপুর তথা সারা বাংলাদেশে  BSc, MSc, MPhil  করার সুযোগ ।
  18. কোর্স চলাকালীন সময়ে খন্ডকালীন চাকুরীর সু-ব্যবস্থা।
  19. শুক্রবার আবাসিক শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্রীড়া সুবিধা।
  20. আবাসিক শিক্ষার্থীদের জন্য স্বতন্ত্র এবং মানসম্পন্ন খাবারের সুবিধা।
  21. ইনডোর এবং আউটডোর গেমস এবং স্পোর্টস সুসজ্জিত ফুটবল, ক্রিকেট, দাবা, কেরাম বোর্ড ইত্যাদি খেলাধুলার মাধ্যমে দৈহিক বিকাশ এবং পড়াশুনায় মনযোগ আকৃষ্ট করা।
  22. হত দরিদ্র, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ে ভর্তি সুবিধা।
  23. ছাত্র/ছাত্রীদের আলাদা আলাদা আবাসিক হোস্টেলের সু-ব্যবস্থা ৷
  24. সরকারী বড় হাসপাতালে ইন্টার্র্নি করার সুবিধা (বিস্তারিত>MATS / বিস্তারিত>IHT)।
  25. স্বাস্থ্য সহ বিভিন্ন বিষয়ের বই সমৃদ্ধ লাইব্রেরী।
  26. বিদেশে উচ্চ শিক্ষা ও চাকুরীর সুযোগ ।
  27. সফলভাবে কোর্সসমাপ্ত করে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO) এবং টেকনোলজিষ্ট পদে সরকারি বা বেসরকারী নিয়োগ প্রাপ্তির সুযোগ ।
  28. পিছিয়ে পড়া শিক্ষার্থীদের (যদি থাকে) জন্য বিশেষ প্রোগ্রাম।

Department

Home Page | Rangpur City MATS and IHT Rangpur 42591864042 01fa65ab9e o

Diploma in Medical Asisstant (DMF/MATS)

Diploma in Medical Assistant (MATS) মেডিকেল এ্যাসিষ্ট্যান্ট ট্রেনিং- ডিপ্লোমা ইন মেডিক্যাল ফ্যাকাল্টি MATS (4 Years) মেডিকেল এ্যাসিষ্ট্যান্ট ট্রেনিং স্কুল বা ম্যাটস্ কি? Medical Assistant Training School (MATS) হল এক ধরনের বিশেষায়িত মেডিক্যাল ডিপ্লোমা স্কুল। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ ধরনের স্কুল প্রতিষ্ঠার অনুমতি প্রদান করে। অনুমোদনের পরে সব ম্যাটস্ বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ (State Medical Faculty) এর মাধ্যমে পরিচালিত হয়। অনুষদের পাঠ্যক্রম অনুযায়ী পাঠদান করা হয় এবং অনুষদের সরাসরি তত্বাবধানে পরীক্ষা গ্রহণ করা হয়।

Home Page | Rangpur City MATS and IHT Rangpur Medical Technologist

Diploma in Medical Technology (Lab Medicine/Pathology)

Diploma in Medical Technology (Lab Medicine/Pathology) ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরী টেকনোলজি পরিচিতি বিজ্ঞানের ক্রমাগত উৎকার্যতার সাথে সাথে চিকিৎসা বিজ্ঞান আজ সুপ্রতিষ্ঠিত। চিকিৎসা বিজ্ঞানের অনেকগুলো শাখার মধ্যে চিকিৎসা গবেষনা প্রযুক্তি বা মেডিক্যাল ল্যাবরেটরী টেকনোলজি চিকিৎসা বিজ্ঞানে যোগ করেছে । এবং একজন সদ্য পাশ কৃত মেডিক্যাল টেকনোলজিষ্ট চিকিৎসার অফিস থেকে শুরু করে হাসপাতাল, ক্লিনিক, এনজিও , গবেষনা ল্যাব এবং পাবলিক হেলথ্ সেন্টার গুলোতে কাজ করতে পারে। এছাড়া কেমিক্যাল ল্যাবরেটরী, জনস্বাস্থ্যা, শিল্পকারখানা, উচ্চ শিক্ষা ও স্বাস্থ্য প্রশাসন কর্ম জীবনে শুরু করতে পারেন।

Home Page | Rangpur City MATS and IHT Rangpur Pharmacy Technologist scaled

Diploma in Medical Technology (Pharmacy)

Diploma in Medical Technology (Pharmacy) ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ফার্মেসী) Diploma in Medical Technology বা চিকিৎসা প্রযুক্তি বিদ্যা (ফার্মেসী) হল এক ধরনের বিশেষায়িত মেডিকেল ডিপ্লোমা কোর্স।বাংলাদেশ সরকারের ফার্মেসী কাউন্সিল এই কোর্সটির অনুমোদন দিয়ে থাকে। অনুমোদনের পরে বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কোর্সটি পরিচালনা করে থাকে।বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল এর পাঠ্যক্রম অনুযায়ী পাঠদান এবং সরাসরি তত্বাবধানে পরীক্ষা গ্রহন করা হয়।

Home Page | Rangpur City MATS and IHT Rangpur Dental Technologist scaled

Diploma in Medical Technology (Dental)

Diploma in Dental ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজিঃ বাংলাদেশে বর্তমানে মাত্র ৭টি হেলথ টেকনোলজি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে একটি ঢাকায় ও অন্য দুটি রাজশাহী এবং বগুড়ায় অবস্থিত । পক্ষান্তরে, বাংলাদেশে ১টি সরকারি ডেন্টাল কলেজ এবং দুটি ডেন্টাল ইউনিটে (রাজশাহী ও চট্টগ্রাম মেডিকেল কলেজের সাথে) ২০০ জন ছাত্র ছাত্রী ডাক্তার হবার সুযোগ পায়। সে ক্ষেত্রে ডাক্তারদের তুলনায় সরকারী IHT সমূহে অনেক কম সংখ্যক ডেন্টাল টেকনোলজিস্ট হবার সুযোগ পায়। বাংলাদেশে জনসংখ্যার তুলনায় তা খুবই অপ্রতুল। কারণ ডেন্টাল ডাক্তারের তুলনায় ডেন্টাল টেকনোলজিস্টদের প্রয়োজনীয়তা দ্বিগুণের ও বেশি। যার ফলপ্রশ্রুতিতে সরকার সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানে পড়ার অনুমতি প্রদান করেছেন।