DIPLOMA IN DENTAL TECHNOLOGY (DDT)

ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি (৪ বছর মেয়াদী)

রংপুর সিটি ম্যাটস্‌ এন্ড আইএইচটি রংপুর  বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা পাঠদান করানো হয়। মেডিকেল সম্পর্কিত বিষয় সমূহ বি.ডি.এস/এম.বি.বি.এস ডাক্তার দ্বারা পড়ানো হয়। রংপুর সিটি ম্যাটস্‌ এন্ড আইএইচটি রংপুর  রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ এর অধীনে ডিপ্লোমা এবং IHT তে ডেন্টাল টেকনোলজি পড়ানো হয়।

ভর্তির যোগ্যতা: ডিপ্লোমা ইন ডেন্টাল/ ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ডেন্টাল)

প্রার্থীকে সর্বোচ্চ চলতি বছর সহ ৫ বছর আগে (যেমনঃ ২০২৩, ২০২২, ২০২১, ২০২০, ২০১৯ সালে যারা পাস করেছে) বিজ্ঞান বিভাগ থেকে এস.এস.সি/দাখিল (জীব বিজ্ঞানসহ) সম-মানের পরীক্ষায় নূন্যতম জি.পি.এ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

কোর্স স্ট্রাকচার:

– ক্লিনিক্যাল প্রাকটিসসহ এই কোর্সটির মেয়াদ ৪ বছর 

  • প্রতি বছর ০৯ মাস একাডেমিক কোর্স অর্থাৎ ০৪ বছর ০৯ মাস = ৩৬ মাস একাডেমিক কোর্স।
  • প্রতি বছর তিন মাস ক্লিনিক্যাল প্রাকটিস অর্থাৎ ০৪ বছর ০৩ মাস = ১২ মাস বা এক বছর  ক্লিনিক্যাল প্রাকটিস।

–  প্রতি বছর চুড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ ১ম, ২য়,  ৩য় ও ৪র্থ বর্ষ মোট চার টি পরীক্ষা হবে।

এই কোর্স পড়তে প্রয়োজনীয় ল্যাব সমূহঃ 

অত্র প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন ডেন্টাল কোর্সের জন্য

1. Anatomy Lab

2. Physiology Lab

3. Microbiology Lab

4. Prosthetic Lab

5. Oral Surgery Lab

6. Physics Lab

7. Community Medicine Lab

8. Computer Lab

9.  Chemistry Lab  

10. Orthodontic Lab

 সহ দক্ষ ল্যাব ইন্সট্রাক্টর দ্বারা যুগোপযোগী সকল ল্যাব ক্লাস পরিচালনা করা হয় ।

ক্লিনিক্যাল প্রাকটিসঃ

ক্লিনিক্যাল প্রাকটিস বা মাঠ প্রশিক্ষণ অত্যধিক গুরুত্বপূর্ন কারন ভবিষ্যত কর্মক্ষেত্রের সাথে অর্জিত জ্ঞানের সমন্বয় সাধন করা হয় ক্লিনিক্যাল প্রাকটিসের মাধ্যমে । এই ট্রেনিং-এর উদ্দেশ্য হচ্ছে প্রতিটি ছাত্র-ছাত্রী ব্যবহারিক ক্লাসের মাধ্যমে যা কিছু শিখেছে তার বাস্তব প্রয়োগ ও জ্ঞান অর্জন করা। IHT তে প্রতি বর্ষে ক্লিনিক্যাল প্রাকটিস করানো হয়। IHT-তে প্রতি বছর পৃথকভাবে তিন মাস ব্যপী ক্লিনিক্যাল প্রাকটিস এর ব্যবস্থা রয়েছে।

উচ্চ শিক্ষার সুযোগঃ-

রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি IHT তে B.Sc in Health Technology (Dental) তে উচ্চশিক্ষার সুযোগ আছে। এছাড়াও বেসরকারিভাবে রাজশাহী ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে বেসরকারি প্রতিষ্ঠানে B.Sc in Health Technology (Dental)  তে উচ্চশিক্ষার সুযোগ আছে।

চাকরির ক্ষেত্রঃ

সফলভাবে ডিপ্লোমা ইন ডেন্টাল বা ডিডিটি কোর্স সম্পন্নকারীদের জন্য কর্মসংস্থানের ব্যাপক ক্ষেত্র বিদ্যমান ।  তার মধ্যে-

১। বিভিন্ন সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ, মেডিকেল কলেজ ও হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা ও উপজেলা হাসপাতাল গুলোতে চাকরির সুযোগ।

২।  বিভিন্ন ডেন্টাল ক্লিনিক গুলোতে ডেন্টাল সার্জনদের সহকারী চাকরির সুযোগ।

৩।  বিদেশী চাকরির এবং আত্মকর্মসংস্থানের সুযোগ।

৪।  যারা বর্তমানে বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়োজিত আছে তারা প্রতি মাসে আকর্ষণীয় বেতন উত্তোলণ করছে।

রংপুর সিটি ম্যাটস্‌ এন্ড আইএইচটি রংপুর এ কেন পড়বেন?

  1. বিভিন্ন সরকারি মেডিকেল কলেজের সুদক্ষ ও অভিজ্ঞ অধ্যাপক বৃন্দের সমন্বয়ে গঠিত উপদেষ্টা পরিষদ কতৃক পরিচালিত (বিস্তারিত)
  2. রংপুর মেডিকেল কলেজ তথা বিভিন্ন মেডিকেল কলেজের অভিজ্ঞ চিকিৎসক ও শিক্ষক মন্ডলী (বিস্তারিত) দ্বারা পরিচালিত এবং রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক প্রণীত সিলেবাস অনুযায়ী নিয়মিত পাঠদান।
  3. বাংলাদেশের রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক প্রদত্ত কোর্স কারিকুলাম অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালিত (বিস্তারিত)।
  4. পরীক্ষা এবং ছুটির তালিকা সহ পাঠ্যক্রম, একাডেমিক ক্যালেন্ডার এবং সিলেবাস অনুসরণ করা।
  5. রুটিন অনুযায়ী শিক্ষার্থীদের জন্য প্রস্তুতিমূলক ক্লাস ও ক্লাস পরীক্ষা গ্রহন করা।
  6. শিক্ষার মান উন্নয়নের জন্য নিয়মিত অভিভাবক সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি পর্যালোচনা করা এবং অভিভাবকদের প্রতিক্রিয়া মূল্যায়ন করা।
  7. ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ছাত্র/ছাত্রীদের ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা।
  8. ছাত্র-ছাত্রীদের এক একটি দল বা গ্রুপ তৈরি করে পাঠদান পদ্ধতি ।
  9. গাইড শিক্ষকদের তত্ত্বাবধানে প্রতিটি শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রম নিয়মিত মনিটরিং ব্যবস্থা।
  10. বিনা কারণে অনুপস্থিত শিক্ষার্থী, অভ্যন্তরীণ পরীক্ষার ফলাফল এবং হোম স্টাডি সম্পর্কিত তথ্য সরাসরি অভিভাবকের সাথে বা মোবাইল ফোনে যোগাযোগ সমন্নত রাখা।
  11. মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাসের বিশেষ সুবিধা।
  12. প্রতিষ্ঠানটিতে ১০০% ব্যবহারিক ক্লাস করার নিশ্চয়তা রয়েছে এবং বাস্তবমুখী শিক্ষা বাস্তবায়নে বিভাগ ভিত্তিক ল্যাব।
  13. বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক উৎসব উদ্‌যাপন, সামাজিক কার্যক্রম, বৈজ্ঞানিক সেমিনার, জনসচেতনতামূলক সেমিনারসহ বিভিন্ন শিক্ষণীয় কর্মকান্ডে অংশ করানো।
  14. বিনা খরচে ইংরেজি ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ ।
  15. বিতর্ক প্রতিযোগিতা, খেলাধূলা, শিক্ষা সফর, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।
  16. কোর্স শেষে BMDC  স্বীকৃত সার্টিফিকেট প্রদান (বিস্তারিত)।
  17. কোর্স শেষে রংপুর তথা সারা বাংলাদেশে  BSc, MSc, MPhil  করার সুযোগ ।
  18. কোর্স চলাকালীন সময়ে খন্ডকালীন চাকুরীর সু-ব্যবস্থা।
  19. শুক্রবার আবাসিক শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্রীড়া সুবিধা।
  20. আবাসিক শিক্ষার্থীদের জন্য স্বতন্ত্র এবং মানসম্পন্ন খাবারের সুবিধা।
  21. ইনডোর এবং আউটডোর গেমস এবং স্পোর্টস সুসজ্জিত ফুটবল, ক্রিকেট, দাবা, কেরাম বোর্ড ইত্যাদি খেলাধুলার মাধ্যমে দৈহিক বিকাশ এবং পড়াশুনায় মনযোগ আকৃষ্ট করা।
  22. হত দরিদ্র, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ে ভর্তি সুবিধা।
  23. ছাত্র/ছাত্রীদের আলাদা আলাদা আবাসিক হোস্টেলের সু-ব্যবস্থা ৷
  24. সরকারী বড় হাসপাতালে ইন্টার্র্নি করার সুবিধা (বিস্তারিত>MATS / বিস্তারিত>IHT)।
  25. স্বাস্থ্য সহ বিভিন্ন বিষয়ের বই সমৃদ্ধ লাইব্রেরী।
  26. বিদেশে উচ্চ শিক্ষা ও চাকুরীর সুযোগ ।
  27. সফলভাবে কোর্সসমাপ্ত করে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO) এবং টেকনোলজিষ্ট পদে সরকারি বা বেসরকারী নিয়োগ প্রাপ্তির সুযোগ ।
  28. পিছিয়ে পড়া শিক্ষার্থীদের (যদি থাকে) জন্য বিশেষ প্রোগ্রাম।