সংক্ষিপ্ত পরিচিতি

রংপুর সিটি ম্যাটস্‌ এন্ড আইএইচটি, রংপুর দু’টি প্রতিষ্ঠান রংপুর সিটি ম্যাটস্‌, রংপুর এবং রংপুর সিটি আইএইচটি/আইএমটি, রংপুর এর সংক্ষিপ্ত রূপ ।

বর্তমান বিজ্ঞান এ প্রযুক্তি নির্ভর সাধারণ শিক্ষার ক্ষেত্র যেমন দিন দিন সংকুচিত হচ্ছে ঠিক তেমনি মেডিকেল শিক্ষার ক্ষেত্র প্রসারিত হচ্ছে ব্যাপকভাবে। S S.C/H.S.C পাশের পর একজন সাধারণ শিক্ষা শেষ করতে প্রায় ১০ থেকে ১২ বহু লেগে যায়। এতে করে তাদের জীবনে ২৬ বা ২৭টি বছর ব্যয় করতে হয়। তদুপরি সধারন শিক্ষার শেষে চাকরি পর্যাপ্ত সুযোগ না থাকায় তারা হতশায় ভােগে। এদিক থেকে উত্তর অঞ্চলের ছাত্র/ছাত্রীরা আরও অনেক পিছিয়ে। অপর দিকে মেডিকেল   শিক্ষার ক্ষেত্রে (যেমন মেডিকেল এাসিস্ট্যান্ট বা মেডিকেল টেকনােলজি) S.S.C/H.S.C পাশের পর ৩ থেকে ৪ বছর শিক্ষা গ্রহণ করার পর পরই একজন ছাত্র/ছাত্রী সহ​জে​ই আত্মকর্ম সংস্থানের পথ নি​জে​ই খুজে নিতে পারে। বর্তমানে চিকিৎসা সেবা​য়​ প্রচুর ​মেডিকেল এসিস্ট্যান্ট ও মেডিকেল টেকনােলডিষ্ট প্রযােজন। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ কে সামনে রেখে স্বাস্থ্য সেবা কে মানুষের দোড়গোড়ায় পৌছে দিতে সরকারী ও বেসরকারী পর্যায়ে প্রচুর সংখ্যক সহকারী চিকিৎসক ও মেডিকেল টেকনোলজিষ্ট তৈরী ​ও ​যোগদানের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এই অপার সম্ভাবনাকে কাছে লাগিয়ে বিশেষ করে উত্তরবঙ্গের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে চিকিৎসা সেবায় উপযোগী করে গড়ে তোলা​র​ উদ্দেশ্যে গণাপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমােদিত আধুনিক প্রযুক্তি নির্ভর যন্ত্রপাতি সমুদ্ধ ল্যাবরেটরিসহ অন্যান্য অনেক সুযোগ সুবিধা সম্বলিত রংপুর শহরের প্রাণকেন্দ্র আরকে রোড, আইডিয়াল মোড় এ আতান্ত নিরিবিলি ​এবং পরিচ্ছন্ন ​পরিবেশে রংপুর সিটি ম্যাটস্‌ এন্ড আইএইচটি, রংপুর যাত্রা শুরু করেছে​।​ দীর্ঘ্য দশটি বছর ধরে মানসম্মত শিক্ষাদান এবং চিকিৎসা পেশায় একজন আদর্শ ​ডিপ্লোমা চিকিৎসক ও সু​নাগরিক হিসাবে গড়ে তোলাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আশা করি আপনি অথবা আপনার সন্তানকে আমাদের মেডিকেল এাসিস্ট্যান্ট বা মেডিকেল টেকনােলজি কোর্সে ভর্তি করে স্বল্প  সময়ে মেডিকেল শিক্ষায় শিক্ষিত করে চিকিৎসা সেবায় আত্নিয়োগের সুবর্ণ সুযোগ গ্রহণ করে চিকিৎসা সেবায় গর্বিত অংশীদার হবেন। 

রংপুর সিটি ম্যাটস্‌, রংপুরঃ বাংলাদেশে সহকারী চিকিৎসকঃ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO) হিসাবে পরিচিত। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এখন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসাবে মেডিকেল কলেজ ও হাসপাতাল, জেলা পর্যায়ে সদর হাসপাতাল, উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলিতে নিযুক্ত করা হয়। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (MATS) হতে পড়াশুনা করে মেডিকেল অ্যাসিস্ট্যান্টস বা সহকারী চিকিৎসক বা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO) হিসাবে পরিচিতি লাভ করে । তারা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সহকারী মেডিকেল প্র্যাকটিশনার হিসাবে নিবন্ধন পান। এরই ধারাবাহিকতায় উত্তর বঙ্গের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে ২০১১ সালে রংপুর শহরের প্রাণকেন্দ্রে প্রাতিষ্ঠা লাভ করে রংপুর সিটি ম্যাটস্‌ এন্ড আইএইচটি, রংপুর।

রংপুর সিটি আইএইচটি/আইএমটি, রংপুরঃ আইএইচটি এর মদ্ধ্যে তিনটি বিভাগ রয়েছে। বিভাগ গুলো হলঃ ১। প্যাথলজি বা ল্যাব মেডিসিন, ২। ফার্মেসি, ৩। ডেন্টাল।

১। প্যাথলজি বা ল্যাব মেডিসিন কোর্স সর্ম্পন্ন করার পর মেডিকেল টেকনোলজিষ্ট,
২। ফার্মেসি কোর্স সর্ম্পন্ন করার পর মেডিকেল ফার্মাসিষ্ট,
৩। ডেন্টাল কোর্স সর্ম্পন্ন করার পর মেডিকেল ডিপ্লোমা ডেন্টিস্ট হিসাবে পরিচিতি লাভ করে। মেডিকেল টেকনোলজিষ্ট, ফার্মাসিষ্ট, ডিপ্লোমা ডেন্টিস্ট হিসাবে মেডিকেল কলেজ ও হাসপাতাল, জেলা পর্যায়ে সদর হাসপাতাল, উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলিতে নিযুক্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় উত্তর বঙ্গের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে ২০১১ সালে রংপুর শহরের প্রাণকেন্দ্রে প্রাতিষ্ঠা লাভ করে রংপুর সিটি ম্যাটস্‌ এন্ড আইএইচটি, রংপুর।

অনুমতি ও অনুমোদন

১। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত (কপি সংযুক্ত)
২। রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদে অধিভুক্ত (কপি সংযুক্ত)
৩। বিএমডিসি কর্তৃক রেজিষ্ট্রেশনভুক্ত (কপি সংযুক্ত)
৪। স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালি, ঢাকা হতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ণশীপ করার জন্য অনুমতি প্রাপ্ত। (কপি সংযুক্ত)
৫। বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল হতে অনুমতি প্রাপ্ত (কপি সংযুক্ত)
৬। নিবন্ধন সনদপত্র, রংপুর সিটি কর্পোরেশন (কপি সংযুক্ত)

B.M.D.C. রেজিষ্টেশন প্রাপ্ত উত্তরবঙ্গের সেরা ম্যাটস্, ১৬ জন বিশেষজ্ঞ ডা. দ্বারা পরিচালিত, রংপুর সিটি ম্যাটস্  এন্ড আইএইচটি, রংপুর । এই প্রতিষ্টানটি ২০১১ সালে স্থাপিত হয়ে বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান হিসাবে ডিপ্লোমা মেডিকেল শিক্ষার মান উন্নায়নে নিরালস কাজ করে যাচ্ছে।

বৈশিষ্ট্যঃ

  • বাংলাদেশের রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক প্রদত্ত কোর্স কারিকুলাম অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালিত।
  • বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক প্রণীত সিলেবাস অনুযায়ী অভিজ্ঞ শিক্ষক ও চিকিৎসক মন্ডলী দ্বারা নিয়মিত পাঠদান।
  • মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাসের বিশেষ সুবিধা।
  • সফল ভাবে কোর্স সমাপ্ত করে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO), মেডিকেল টেকনোলজিষ্ট, ফার্মাসিষ্ট, ডিপ্লোমা ডেন্টিস্ট পদে সরকারি বা বেসরকারী নিয়োগ প্রাপ্তির সুযোগ।
  • কোর্স শেষে BMDC স্বীকৃত সার্টিফিকেট প্রদান।
  • কোর্স শেষে রংপুর তথা সারা বাংলাদেশে B.Sc, M.Sc, M.Phil করার সুযোগ।
  • বিদেশে উচ্চ শিক্ষা ও চাকুরীর সুযোগ।
  • বিতর্ক প্রতিযোগিতা, খেলাধূলা, শিক্ষা সফর, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।
  • হত দরিদ্র, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ে ভর্তি সুবিধা।
  • কোর্স চলাকালীন সময়ে (খন্ডকালীন) চাকুরীর সু-ব্যবস্থা।
  • ছাত্র/ছাত্রীদের আলাদা আলাদা আবাসিক হোস্টেলের সু-ব্যবস্থা ।